.      # 'আজেবাজে' #
            (কবিতা)

জন্মেই, করেছি দৌড় শুরু -
বাঁচতে ! করতেই হবে 'রান',
জীবনটাই 'টি-20' ক্রিকেট
থামলে! ভাগাড়ে হবে স্থান।

৭৫-টা বসন্ত পেরিয়ে গেল
৬-৪-২-১...রান নিতে নিতে
কদর কমছে জোর কদমে !!
প্রায় দিশেহারা বেলা শেষে।

জীবন নদী ভবসাগর পাড়ে
প্রিয়জন সব... প্রায় ফাঁকা!
তিনিই আছেন হাতটি ধরে -
সাতপাকে যার জীবন বাঁধা।    

তাঁর থেকে পেয়েও সবকিছু
অক্ষম রাখতে অক্ষয় "দাগ",
মুছে যাবেই সামান্য আঁচড়
শুধুই থাকবে পড়ে...'খাক্'।

জেনেও করি চেষ্টা লিখতে
শেষ জীবনে সময় কাটাতে,
কবিতা লিখি খুব সাদাসিধা
দুর্বোধ্য লেখায়, হয়না ইচ্ছা।

***********************
সুব্রত ভৌমিক ০৫০৫২০২৪ কোল-৭৫
***********************