. # 'অধুনা বাঙালি ও মাতৃভাষা' #
(কবিতা)
মনে-প্রাণে বাঙালি, এমন বঙ্গসন্তান এখন দুর্লভ
হারিয়ে যাচ্ছে কালের গর্ভে
অথচ খুব বেশি দিনের নয়! ছিলেন তাঁরা সদর্পে।
শহরে বাস করেন, বাঙালির অতি সামান্য অংশ
ধ্যান-জ্ঞান শুধু ইংরেজি ভাষা!
জাতের 'আইডেন্টিটি', এদের হাতেই হচ্ছে ধ্বংস।
দুই বাংলার মানুষের মনে একটাই আশার আলো
প্রায় বেশিরভাগ জনতা-
বাঙালিয়ানা নিয়ে, গ্রামে-গঞ্জে আছেন বেশ ভালো।
বাংলাদেশ কে সেলাম, সুরক্ষিত তথা বাংলা ভাষা
এপারের বাঙালিরা কষ্ট পায়
ভাষা বিপ্লবে থেকেও যাদের ছাড়তে হয়েছে বাসা।
সাজ-পোষাকে সব বাঙালি যদি হয় বিদেশীর মত !
হয় যদি চোস্ত শুধু ইংরেজিতে!
তবে অদূর ভবিষ্যতে, বাঙালি জাতটা থাকবে তো?
ভেবে দেখার সময়, বোধহয় গেছে বহুদিন পেরিয়ে
আশার ছলনায় থাকলে ভুলে-
খুব দুঃখ আছে কপালে, কাটবে দিন পরের হুকুমে।
আমার 'আমি'-কে সামলে রেখে, যাক্ এগিয়ে জনগন
জ্ঞান বিজ্ঞানে হোক্ উজ্জ্বল
ফুটুক পদ্মের মত সর্বত্র, না করে মূলের স্থান পরিবর্তন।
আবার এলো একুশে ফেব্রুয়ারি, দু'হাজার তেইশ সাল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বন্ধ হোক সর্বত্র মাতৃভাষার বিকৃতি ও বিপন্নতার জাল।
*******************************
. সুব্রত ভৌমিক ২১-০২-২০২৩ কোলকাতা-৭৫
********************************