. 'অভিমান'
✍️সুব্রত ভৌমিক
১৪-১০-২০২৪/কোল-৭৫
দশমীতে ইচ্ছে-অনিচ্ছায় মা তোমার ফিরে যাওয়া
এবারও নিয়ে গেল টেনে হিঁচড়ে
অসমাপ্ত কাজ থাকতেও, কোন বাধাই দিলে না?
অসুর গুলো সব যে রয়ে গেল মর্তে !!
কৈলাশে ফেরার জন্য কেন থাকে এতো তাড়া?
ফি-বছর পাঁজি ধরে, কেন ঘরে ফেরা ?
বিচার চেয়ে চিৎকার কি তোমার কানে যায় না?
'অভয়া'র নায্য বিচার কি হবেই না?
বাপের বাড়ির দেশের জন্য কি নেই কোনই দায়!
শক্তির অধিকারী হয়েও কেন অসাড়
দেবতারা কি ফিরিয়ে নিয়ে গেছে তাঁদের অস্ত্রশস্ত্র?
যেমন মানুষ খুইয়েছে, বাক্-স্বাধীনতা তার।
শুনে রাখো মা মর্ত্য-বাসীর শেষ কথা, কান খুলে
অভয়ার বিচার তারা নিয়েই ছাড়বে
গুটিয়ে থেকে, হতে দেবে না আরো নির্মম খুনোখুনি
অসুরদলনী মাগো ! হও অভয়দায়িনী।
....... X......