শিরোনাম : 'অবসরের পরে'
কলমে: সুব্রত ভৌমিক
কোলকাতা-৭৫
তারিখ: ১১/০৪/২০২৫
*********************************
চোখ বুজলেই কালো, হয় না রাত্রি !
রাত্রি আসে...শুধুই রবির অস্তাচলে,
বয়স বাড়লেই লোকে বুড়ো হয় না !
বুড়িয়ে যায়...মনের জোর হারালে।
স্কুল-কলেজের শিক্ষার প্রয়োজন--
শেষ হয় প্রায় সবার,অবসর কালে,
দেহ অচল হতে তখনও থাকে দেরি !
জীবন 'বোরিং' হয়, সখ না থাকলে।
নিজের কাছে নিজে হয় অবাঞ্চিত !
নূন্যতা-বোধে, সে জীবন হয় দন্ডিত,
তখন আর কিছুই লাগবে না ভালো
মনে হবে...জন্মানো-টাই ভুল ছিল।
তাই তাড়াতাড়ি ! সেরে ফেলা জরুরি
সুন্দর অবসর-জীবন কাটানোর ছক,
কাঁদতে কাঁদতে মর্ত্যে জন্ম নেয় সবাই
চেষ্টা থাক্, হেসে যেন যেতে পারে সব।
অনেকেরই থাকে না...অতিরিক্ত গুণ,
তাঁদের বয়স বাধা নয় ! শেখার জন্য,
শুরু করা দরকার সখের-শেখা এক্ষুনি--
যদি করতে হয় এ জীবনটাকে অনন্য।
-----------------x--------------