. # 'এ কোন বাংলা?' #
(কবিতা)
. কয়েকজন শিল্পীর অবর্তমানে
'আর-জি-করে'...প্রতিবাদ কিন্তু কম হয় নি !!
ওরা মিছিলে আসবে না জেনে -
নবীন-প্রবীন-হৃদয় সব..আশ্চর্যও কম হয়নি!
অসৎ ডাক্তারীর নিন্দা করে -
গান বেঁধে গায়ক পেয়েছেন সাফল্যের চূড়া !!
এখন ! অদৃশ্য কারণে প্রায় চুপ -
ধ্বসে যেতে দেখেও ! বাংলার স্বাস্থ্য-ব্যবস্থা।
এই বাংলায় আজ হয় সব,
রক্ষকের সুনজরে পড়ে গায়ক হন 'মহানায়ক' !
হয়তো অলিখিত থাকে শর্ত
হাঁ তে হাঁ না মেলালে, আবার স্থান হবে তার গর্ত।
"ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা"
লাগামহীন দুর্নীতিতে আজ জর্জরিত আমজনতা,
আশার আলোর খোঁজে বাংলা
পথে পথে সুতীব্র প্রতিবাদে ! আবাল-বৃদ্ধ-বনিতা।
কতটা পাষন্ড হলে তারা
শালীনি-তরুণী ডাক্তারকে ধর্ষণ করে করে খুন?
দেশ তথা সারা বিশ্ব স্তম্ভিত!
সরকারি অফিসেই এ হাল ! নেই কোথাও 'সুকুন'।
যতদূর দৃষ্টি যায়, শুধুই শূন্যতা,
কোন্ অতলে তলিয়ে যাচ্ছে বাংলার 'প্রেস্টিজ'?
জাগো বাংলা ! জাগো দ্রুত!
সমবেত উচ্চ কন্টে উচ্চারিত হোক্ দিকে দিকে
'উই ওয়ান্ট জাস্টিস'।
'উই ওয়ান্ট জাস্টিস। ।
'উই ওয়ান্ট জাস্টিস।
***************************
সুব্রত ভৌমিক ০১০৯২০২৩ কোল-৭৬
***************************