. '২০২৫-সালে আর্জি'
✍️সুব্রত ভৌমিক
০৬-০১-২০২৫
কোল-৭৫
যুগে যুগে, কত বছর এলো গেল -
সময়ের সঠিক হিসাব গুনে গুনে,
কিন্তু, কোন সালই যায় না কারো -
দুঃখের বোঝা কিছুটা...না টেনে!
কত আশা ভরসা নিয়ে বরণ করে -
প্রতি নতুন বছরকে, সারাটা বিশ্ব !
কিন্তু হর-বছর শেষে কেন মনে হয় -
পৃথিবীটা যাচ্ছে হয়ে ক্রমশ, নিঃস্ব ?
সালের পর সাল আসে নিয়ম মেনে
জানা আছে, ঠিক সময়ে যাবে চলে
শুধুই প্রার্থনা...আসা-যাওয়ার মাঝে -
যেন ধরাটাকে রাখে একটু খেয়ালে।
৩৬৫-দিন সময় কি কম পড়ে যায়!
করতে সাফ চার ধারের এত্তো পাপ ?
তাহলে পাল্টিয়ে নাও নিয়মের ফাঁস
নইলে পাবে আরো কতো অভিশাপ!
কিছুটা বেশি সময় নিয়ে থেকে যাও -
সদ্যজাত, তুমি ইংরেজি ২০২৫-সাল
তোমার হাত ধরে চিরতরে চলে যাক্ -
হিংসা-দ্বেষ-হানাহানির বিশ্ব-জঞ্জাল।
----------x----------