উপকার করেছি অনেক
কখনো সাহায্য পাইনি
সকলের ভালো চেয়েছি
নিজের জন্য কিছু চাইনি
আমি এক হতভাগা
ত্যাগ করেছি সব কিছু
অপরাধ না করেও
মাথা করেছি নিচু
উঁচু হয়ে দাঁড়াতে চাই যতবার
হিঁচ্ড়েছেন নামিয়ে দেয় সবাই
অবুঝ শিশুর মতো থাকি আমি
কাঁদায় আমায় সবাই
সকলের জন্য করেছি কত
পেয়েছি কত যাতনা
কাঁটার আঘাত সহ্য হয়
ফুলের আঘাতে বেদনা
সবাই খোঁজে নিজের স্বার্থ
খোঁজে আপন স্বাধীনতা
আমি একা রয়ে গেলা
পাইনি আপন স্বাধীনতা