ঝাঁটার কাঠির উপর আলুর দম
পেট রোগা প্যাংলা সুন্দরী
অন্তরে বিদ্যার ফাঁকা বাক্স
বাইরে ক্ষমতার ফুলঝুরি।
দিনরাত এদিক ওদিক
মতদানের ভাষণ
জনতাকে হাতের মুঠোয়
উপহার তাই ভীষণ।
দেখে নেবে সকলকে
দারুণ তার রূপ
হাওয়া দিয়ে ধুলো ওড়ায়
বাতাস তাই চুপ।
অতি খাটা খাটুনির ফলে
হঠাৎ হল অজ্ঞান
মঞ্চে দাঁড়িয়ে ডিগবাজি
মুখের বুলির গেল জান।
ডাক্তারকে আসতেই হল
সে যে নিরুপায়
রোগীদের শ্রেণী আছে
শিক্ষিত অশিক্ষিতকেও ভয় পায়।
লিখে দিলেন ওষুধ
নেই ভয়ের কারণ
সেরে যাবে রোগ কিন্তু স্বভাব নয়
ফলে হবে ফলন।
সুন্দরী হঠাৎ চাইলো ক্ষমা
হয়েছে তার ভুল
সকলে তো অবাক
এ কেমন গুল।
করুন ক্ষমা হে ভগবান
হে ডাক্তার মশাই
কিছু দিন আগে ভুল করে
বলেছিলাম কসাই।