ওয়াটার হাইসিন্থ
একটি ঔপনিবেশিক শোষণ।
সাহেবের প্রেমের জালে আটকে
আজও গোটা বাংলা-
সাহেবের প্রেমে আমাদের বিরহ।
লেডি হেস্টিংস ভালোবেসেছিলেন বেগুনি রঙের ফুল-
লর্ড হেস্টিংস আনলেন বাংলায়
ব্রিটিশ বৎ বিদেশী বিষ-
সুন্দরের আড়ালে যা ভয়ঙ্কর।
আজ ব্রিটিশ নেই,
তবু তাদের নেক টাই আমরা পরি-
তাদের লেজটা অজান্তে আজও ধরে রেখেছি।
আমাদের অজান্তেই বাংলার জলাশয় থেকে জলাশয়ে
ছড়িয়ে পড়েছে সেই ভয়ঙ্কর সুন্দর।
যার সৌন্দর্য গিলে খাচ্ছে
জলের স্বচ্ছতা, জলের শ্বাস ও জলের স্রোত।
ব্রিটিশের ছায়া আজও এখানে বিদ্যমান!
বহু লোক বাঙালি হয়েও বাঙালি নয়-
বাঙালি ভুলেছে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি-
পালিয়ে যাচ্ছে পশ্চিমে,
ফিরে আসছে না আর
অথবা পশ্চিমা পেঁচা হয়ে বসে আছে বঙ্গেই।
বাংলার ভিতরেই বাঙালি মৃত!
আত্মঘাতী রূপ...