১) বিবেক
আমি নিজের বিবেককে ভয় পাই,
তাই তোমাকে ভয় দেখাই না।
তুমিও নিজের বিবেককে ভয় পেতে শেখো।
দেখবে সবাই তোমাকে শ্রদ্ধা করবে-
প্রাণের ভয় দেখিয়ে তোমাকে শ্রদ্ধা আদায় করতে হবে না।
যারা নিজেকে শ্রদ্ধা করে না,
কেবল তারাই পরকে ভয় দেখায়।
২) বিশ্বাস
সংসারে বিশ্বাস সব থেকে বড় জিনিস।
বিশ্বাসী মানুষ পছন্দের হয়।
বিশ্বাসী মানুষের প্রতি টান থাকে।
বিশ্বাসী মানুষকে কেউ অশ্রদ্ধা করে না।
বিশ্বাসী মানুষকে মন থেকে মোছা যায় না।
যে বিশ্বাসী মানুষকে অবিশ্বাস করে,
তার থেকে বোকা এই দুনিয়ায় আর কেউ নেই।