১) বিন্ধ্যাচল
বিন্ধ্যাচল ঘোষণা করলো,
'আমি হিমালয়ের থেকেও সুউচ্চ'।
কিন্তু মানুষ যতই উঁচু হোক,
তার মাথা উঁচু করা উচিত নয়,
যদিও মাথা উঁচু করেই বাঁচা দরকার।
মুনি ঋষিরা পথ দেখান পথভ্রষ্ট জীবকে।
অগস্ত্য ঋষির আদেশ, 'আমি পশ্চিমে যাচ্ছি।
ফিরে না আসা পর্যন্ত মাথা তুলবে না'।
যতই উঁচু হোক না কেন,
আকাশের থেকে উঁচু কেউ নয়।
বিন্ধ্যাচল মাথা নামালো।
অগস্ত্য ঋষি আর ফিরে এলেন না।
আজও বিন্ধ্যাচল মাথা তোলেনি।
২) কাবেরী
নিয়তি বড়ই অশান্ত।
সে ভালোবাসায় শান্তি দেখতে পারে না।
অগস্ত্য ঋষির সাথে লোপামুদ্রার ছাড়াছাড়ির সময়।
লোপামুদ্রা কাবেরী নদী হয়ে বয়ে যাবে।
স্রোতকে কমণ্ডলুতে ধারণ করলেন অগস্ত্য ঋষি।
এ এক প্রেমের অঙ্গীকার।
বয়ে যায় সময়, তবে প্রেম নয়।
প্রেম সংসারের বন্ধনে সদা আবদ্ধ।
কিন্তু জলের হাহাকারে দক্ষিণ ভারতে মৃত্যুর ক্লান্তি।
প্রেমে বলি সময়ের মানুষ-
সময় তাকে আর কি বলি দেবে!
প্রেম সময়ের থেকেও নিষ্ঠুর।
তবে সময়ের ক্লান্তি নেই,
প্রেমে আছে বৈকি- যার নাম মোহ।
মোহময় জীবনে স্পন্দন ক্লান্ত।