যারা স্বাধীনতার সময় গাই বরাহ ভাগ করেছিল-
'তাদের উল্টে দে'।
যারা সীতাপতির নামে দশাননের ধর্ম প্রচার করে-
'তাদের উল্টে দে'।
যারা কালো টাকা সরাবার নামে সাদা নোটে কালো রং করে-
'তাদের উল্টে দে'।
যারা গরীবের পেটের ভাত কেড়ে একতার সর্বোচ্চ মূর্তি বানায়-
'তাদের উল্টে দে'।
যারা কলমের স্বাধীনতায় বিষ ঢালে-
'তাদের উল্টে দে'।
যারা ছাত্রদের রাজার নীতিকে দমন করে-
'তাদের উল্টে দে'।
যারা গোমূত্র দিয়ে কোভিড সারায়-
'তাদের উল্টে দে'।
যারা পাঠশালা বন্ধ রেখে মসজিদ ভেঙে দেবালয় গড়ে-
'তাদের উল্টে দে'।
যারা দেশের মাটিতে জন্মানো মানুষদের পাচার হয়ে আসা বলে
কাঁটা তারের ওপারে পাঠায়-
'তাদের উল্টে দে'।
যারা দেশের মানুষকে বিপদে ফেলে বিদেশে টীকা বিক্রি করে-
'তাদের উল্টে দে'।
যারা ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙে তিলোত্তমায় মিছিলে এসে-
'তাদের উল্টে দে'।
যারা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণকে আলাদা করে-
'তাদের উল্টে দে'।
যারা বঙ্গের মাঝে রেখা আঁকতে আসে-
'তাদের উল্টে দে'।
প্রগতি, অগ্রগতি, উন্নয়ন ও বিকাশ-
তোরাই ঘুরে দাঁড়াবার মুখ-
এবারের বৃহৎ জনতার সভায় 'তাদের উল্টে দে'।