তুলসী গাছের উপকারিতা অনেক-
কুকুর বিড়াল তা না জানলেও।
গ্রামে তখন সংক্রমণ-
স্বয়ং নারায়ণ স্বপ্ন দিলেন-
তুলসী পাতাই একমাত্র ঔষধ।
কুকুর একএকটা করে পাতা তুলে
বিলি করলো মানুষের দরবারে,
বিড়াল করলো প্রচার,
নারায়ণকে তাকে তুলে।
সব তুলসী গাছ একদিনে নেড়া হয়ে গেল।
নারায়ণ পালিয়ে বাঁচলেন।
তুলসী বন নেই,
ঘরে তুলসী মঞ্চ থাকবে কীভাবে!
তুলসী নারায়ণের ধাম,
তবুও ম্লেচ্ছ জাতি থেকে সে মুক্ত নয় !