গাড়ির ওপর গাড়ি।
গাড়ির নিচে গাড়ি।
মানুষের ওপর মানুষ।
মানুষের নিচে মানুষ।
নীতি ভুল!
কার?
তোমার, আমার না তার?
বেঁচে থাকা মানুষ কথা বলে।
মৃতদেহ আরো অনেক বেশি কথা বলে!
বেঁচে থাকা মানুষের কথা শুনে,
তাকে সহজেই চেনা যায়।
মৃতদেহের কথা যত শুনবে,
ততই তাকে লাগবে অচেনা!
মা খোঁজে সন্তান।
ভাই খোঁজে বোন।
যুবক খোঁজে বৃদ্ধ।
বন্ধু খোঁজে পরিজন।
ছবিতে চিনলেই পাবে লাশ ঘরে ঢোকার অনুমতি!
ছবিতে সব বোঝা যায় না
নিজের চোখে না দেখলে
কারণ ছবিতে সকল কথা আটকা পড়ে!
একদিনে এত লোকের মৃত্যু কিভাবে লেখা হল?
প্রশ্ন তোমার, আমার ও তার।
যারা প্রশ্ন না করে ঘটনাস্থলে এল
কর্তব্যের তাগিদে প্রাণের ঝুঁকি নিয়ে,
তারাই আসল রাজা- রাজার রাজা।
আসল প্রশ্ন হচ্ছে- মৃত্যু কে লেখে?
রাজার রাজারা বললো,
'সময় যখন নিজের দু চোখকে বিশ্বাস করে না,
তখন সামনে সব অন্ধকার'!