তোমারে সঁপেছি মোর মন।
তুমি দাও মোরে আরো গান।
তোমারে সঁপেছি মোর প্রাণ।
তুমি দাও মোরে আরো ধান।


মন আকাশের মত খোলা।
প্রাণ আলোর মত ঝলমলে।
মন নদীর স্রোতে বহে।
প্রাণ আলপনা আঁকে জলে।


তোমারে সঁপেছি মোর মন।
তুমি দাও মোরে আরো জ্ঞান।
তোমারে সঁপেছি মোর প্রাণ।
তুমি দাও মোরে আরো মান।


মনের সেতার বাজে
দিনের আলোর কোমল সুরে।
প্রাণের বীণার ছোঁয়ায়
রাতের কালো হারায় দূরে।


তোমারে সঁপেছি মোর মন।
তুমি দাও মোরে আরো স্নান।
তোমারে সঁপেছি মোর প্রাণ।
তুমি দাও মোরে আরো তান।


মনের জং ধরা তালা
খুলে দিল প্রাণের চাবি।
প্রাণের ময়লা ছিল যত
ধুয়ে দিল মনের ছবি।


তোমারে সঁপেছি মোর মন।
তুমি দাও মোরে আরো দান।
তোমারে সঁপেছি মোর প্রাণ।
তুমি দাও মোরে আরো ধ্যান।


মন স্নিগ্ধ সকালের ফুরফুরে বাতাস।
প্রাণ আমার সহিষ্ণু শক্ত মাটি।
মনের আগুন জ্বলে, সে জ্বালায় না।
প্রাণের আগুন ভেজায়, ভেজে নাগো খাঁটি।


তোমারে সঁপেছি মোর মন।
তুমি দাও মোরে আরো গান।
তোমারে সঁপেছি মোর প্রাণ।
তুমি দাও মোরে আরো ধান।