তোমার প্রতি আমার অগাধ ভক্তি।
তোমার পূজায় আমার সমূহ ব্যাপ্তি।
তোমার আশিসে আমার চির মুক্তি।
তোমার উত্তাপে আমার অবলুপ্তি।
আমি আমার হৃদয়ের দাস।
মহা পাপ মনের দাসত্বে।
মনই পাপী, হৃদয় রাজহাঁস।
চিন্তা চিতা, উপলব্ধি মনুষ্যত্বে।
তোমার প্রতি আমার অগাধ ভক্তি।
তোমার পূজায় আমার সমূহ ব্যাপ্তি।
তোমার আশিসে আমার চির মুক্তি।
তোমার উত্তাপে আমার অবলুপ্তি।
আমি আমার হৃদয়কে চিনি।
মনকে চেনা বড়ই শক্ত।
হৃদয় স্বচ্ছ, এ কথা জানি।
মনের অন্যায় আবেগ নয় যে পোক্ত।
তোমার প্রতি আমার অগাধ ভক্তি।
তোমার পূজায় আমার সমূহ ব্যাপ্তি।
তোমার আশিসে আমার চির মুক্তি।
তোমার উত্তাপে আমার অবলুপ্তি।
মন হারাক হৃদয়ের অন্তরে।
হৃদয় যেন না হারায় মনে।
যত অশান্তি মনেরই গভীরে।
হৃদয়ের সতেজতা না হোক ম্লান শুভ ক্ষণে।