১) খবরাখবর
সেই যে ইঁদুর ঢুকেছে ঘরে
আর বেরবার নাম নেই।
এ ঘর থেকে ও ঘর-
শুধু হিল্লি-দিল্লী।
একবার আলু খুবলে খায়,
তো পরের বার কাগজ কাটে।
স্টার চ্যানেলে একটা খবর এলে আর রক্ষা নেই।
চলছে তো চলছেই-
এক খবর চব্বিশ ঘন্টা।
কেউ সেই ওষুধটা দেয় না,
যেটা খেলে ইঁদুরটা মরবে বাইরে গিয়ে।
কারণ একটা খবর নিয়েই চলুক চ্যানেল-
নেই মামার থেকে তো কানা মামা ভালো!
২) অধঃপতন
নদীর স্রোতে ভেসে যায় খড়কুটা।
নদীর নাম কাল।
পাড়ে দাঁড়িয়ে আমি চিনেছি খড়কুটা-
মানব সভ্যতা।
সে চেনেনি আমায়।
মহাকাল সাক্ষী।
৩) গিরগিটি
কবি সাহিত্যিকেরা সব শাসকের দলে-
যখন যে ওঠে:
নইলে লেখা ছাপা দায়।
বিরুদ্ধে গেলেই মুশকিল-
লেখা জ্বলে যেতে পারে,
গুলি লাগতে পারে,
ফাঁসি হতে পারে।
হতে পারে বউ বাচ্চার বিপদও...
তাই অপ্রিয় সত্য ছাপা হয় না!
বাগানে কত গিরগিটি
কিন্তু রঙের মিস্ত্রি দেখি না...