তেলে জলে মিশ খায় না,
তবু ভগবান ধরে
ভক্তের রূপ।
জলে তেলে মেশে না যে,
তবু ভক্তের মনে
ভগবানই স্বরূপ।
মেলে দিলেম ডানা।
তোমার পানে উড়ে যেতে
নেই কোনো মানা।
তুমি অনন্ত।
আমি অশান্ত।
তুমি বিজিত।
আমি বিরত।
মেলে দিলেম নয়ন।
তোমার নামের অক্ষর চিনতে
নেই কোনো বারণ।
তুমি অনন্ত।
আমি অশান্ত।
তুমি বিজিত।
আমি বিরত।
মুছে দিলেম খেদ।
তোমার পুজো দিতে আজ
নেই কোনো নিষেধ।
তুমি ত্রাতা।
আমার সরলতা।
তুমি মুক্তি।
আমার বিভূতি।
মুছে দিলেম বিনাশ।
তোমার ধ্যানে মগ্ন হতে
প্রস্তুত মোর আশ।
তুমি ত্রাতা।
আমার সরলতা।
তুমি মুক্তি।
আমার বিভূতি।
তেলে জলে মিশ খায় না,
তবু ভগবান ধরে
ভক্তের রূপ।
জলে তেলে মেশে না যে,
তবু ভক্তের মনে
ভগবানই স্বরূপ।