ইচ্ছে করলে জীবনের সব খেলা জেতা যায় না,
কিন্তু ইচ্ছে করলে সব খেলা হারা যায় বৈকি।
তাসের হার্টস খেলার মতো।
যে হেরে যায়, সে বিজেতা, অঙ্গীকার নয়গো মেকি।
কেবল হারলেই আত্মোপলব্ধি হয়।
হারা মানে সব কিছু শেষ নয়।
যে বিজেতা, সে নিজের চোখে অন্ধ।
যে হেরে ভূত, তার নিজেকে নিয়ে নেই কোনো ধন্দ।
হারায় যা মজা আছে, জিতে তা নেই।
জিতলে কেবল ভ্রম জন্মায়।
এই বিশ্বে দু একজন জেতে, বাকি সব হেরো।
হেরো মানুষ নেয় তাঁর আশ্রয়।
কোনো বিজেতা সুখী নয়।
সে প্রতিদিন নিজের কাছে প্রতারিত হয়।
হেরো মানুষ জানে জীবনের শুরু ও শেষ।
তার পরনে আত্মোপলব্ধির বেশ।