তার শিশুর মতো মতি।
যারে ভালোবাসে, তারে সব দিয়ে দেয়।
আর যাকে অপছন্দ,
তার কাছ থেকে সব কিছু কেড়ে নেয়।
আমি বসে ভাবি অবাক হয়ে,
অত বড় মানুষটার মতিগতি।
দোকানের ব্যবসায় হিসাব মিললেও
জীবনের অঙ্কে মেলে না লাভ ক্ষতি।
বড় মানুষেরা বেহিসাবী হয়,
ছোট মনের মানুষ সদা হিসাব করে চলে।
বড় মানুষেরা তাই শেষ হিসাব মিলিয়ে দেয়
আর ছোট মানুষেরা হোঁচট খায় শেষ কালে।
হিসাব করে চলা ছোট মানুষ আমি।
তাই ভয় আছে হোঁচট খাওয়ায়।
বড় হতে চাইতেও ভয় লাগে,
পাছে চলার হিসাব চলার পথেই ফুরিয়ে যায়।