তাঁর কোনও মৃত্যুদিন নেই।
আমরা কেবল তাঁর জন্মদিন পালন করেই ক্ষান্ত।
তিঁনি এখন কোথায়?
তোমার আমার হৃৎস্পন্দনে।
তোমার আমার সততায়।
তোমার আমার দেশপ্রেমে।
তোমার আমার কর্তব্যে।
তাঁর বিরাজ সর্বত্র।
সোনার ফসলে।
নদীর স্রোতে।
পাহাড়ের গাম্ভীর্যে।
মরুভূমির একাকীত্বে।
আকাশের উদারতায়।
মাটির সহিষ্ণুতায়।
সমুদ্রের গভীরতায়।
সমতলের সরলতায়।
তাঁর পোঁতা বীজ থেকেই সব গাছ জন্মায়,
কিন্তু মানুষের মতো মানুষ জন্মায় না কেন ?
কেন জন্মায় না শাসকের মতো শাসক ?
তবু জন্মায় প্রজন্মের পর প্রজন্ম।
পালন করে তাঁর জন্মদিন।
তাই তো পথ হারিয়েও আমরা পথ খুঁজে পাই।
তরী ডুবতে ডুবতে ভেসে ওঠে ঝড় বাদলের দিনে।
ভূমিকম্পে মাটি ফাটে না কারণ মাটির নিচে জল তাকে ধরে রাখে।
জয় হিন্দ।