কে জানে কার কপাল ভালো।
কে জানে কার কপাল মন্দ।
কার জীবনে সুর মিললো।
কার জীবনে হারানো ছন্দ।
সবই তার হাতে মাপা।
কাগজের অক্ষরে খবর ছাপা।
আমি পুতুল নাচ নাচি।
সে নাচায় আমায় সকাল বিকেল।
আমি সময়ের সাথে চলছি।
সে চালায় আমার ভাঙ্গা সাইকেল।
সবই তার হাতে মাপা।
কাগজের অক্ষরে খবর ছাপা।
আমি বৃথা ভাবি সুদূর পরিণতি।
তার হাতে ছেড়ে দিয়ে থাকি বসে।
আমি কেনো দেখবো কালের নিয়তি।
তার নামে জপি সময় এক গাল হেসে।
সবই তার হাতে মাপা।
কাগজের অক্ষরে খবর ছাপা।
পাওয়া না পাওয়ার হিসাব রাখি না।
খালি হাতে আসা ও যাওয়া।
কি আমার কি তার খোঁজ নিই না।
নিজের রান্নাই নিজে বেড়ে খাওয়া।
সবই তার হাতে মাপা।
কাগজের অক্ষরে খবর ছাপা।