লোকে ঘুমের ঘোরে স্বপ্ন দেখে।
সেটা স্বাভাবিক।
অবচেতন মনে মানুষ
নিজের মনের গভীরে লুকিয়ে থাকা
শব্দ গুলোকে উচ্চারণ করে
মুখে মুখে নিজের অজান্তে।
দিনের বেলা সেই শব্দ গুলো সে হারিয়ে ফেলে।
বহু মানুষ জেগে জেগে স্বপ্ন দেখে।
ফাটা গদিতে শুয়ে লটারি জেতার স্বপ্ন!
এই স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে-
মানুষ যত আশাহত হয়,
ততই বাড়ে তার জেতার চাহিদা।
মানুষ দমে না ।
দিবাস্বপ্ন এত জড়ালো যে
তা রাতে মানুষকে ঘুমোতে দেয় না।
তাগিদ অনুভব করতে করতে মানুষ
নিজের অজান্তেই অজেয়কে জয় করে ফেলে।
মানুষ থেকে সে হয়
অতিমানব বা মহামানব।
তাই স্বপ্ন দেখুন রাতে,
স্বপ্ন দেখুন দিনে।
দিনের স্বপ্ন যেন রাতে না হারায়,
আর রাতের স্বপ্ন যেন দিনে না আসে...