চার পুরুষ আগে আলাদা হয়ে যাওয়া-
ভাইয়ে ভাইয়ে মতবিরোধ:
রক্তের সম্পর্ক ঠকায়।
ভাই সুখে পাশে থাকলেও
দুঃখে কেবল পাশে থাকে স্ত্রী,
তাই গড়ে ওঠে সংসার-
সন্তান বড় হয়-
মায়ার টান নদীর ওপারে,
এপারে জন্ম হলেও।  

দুই ভাইয়ের বংশই ভালো আছে-
খেয়ে পরে বেঁচে বহাল তবিয়তে।

দুই বংশধরের মুখোমুখি আলাপ-
পদবি এক, গোত্র এক:
হতে পারে কোথাও কোনো মিল------
আলাপ আলোচনায় মজা আছে,
যদিও পুরোনো কাসুন্দি ঘেঁটে
লাভ নেই বিশেষ!

তিন পুরুষের নাম সকলে আমরা জানি-
চার পুরুষের নাম জানলে মিল পাওয়া যেত!
সময় মিল করালেও
সমাজ মিল হতে দিলো না।

যে যার পথে চলে গেল-
একই রক্ত ভিন্ন ধারায় ভিন্ন অভিমুখে বইছে।