তুমি স্বাধীন মানেই
সবাই স্বাধীন নয়।
সবাই যেদিন স্বাধীন হবে,
সেদিন গোটা দেশ স্বাধীনতা পাবে।
তুমি বড় ঘরের মেয়ে-
জন্মেছ স্বাধীন হয়ে,
মরবেও স্বাধীন হয়ে।
একবার ভাবো,
সেই গরীব ঘরের মেয়েটির কথা-
সে স্বাধীন দেশে জন্মেও স্বাধীন নয়।
তোমার এক ডাকে
পুলিশ চলে আসবে,
তার শত ডাকে
একটা টিকটিকিও আসবে না।
তার কাছে স্বাধীনতা মানে সংগ্রাম,
আর তোমার কাছে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা।