সুড়ঙ্গের মধ্যে দু সপ্তাহ-
ভাবা যায়!
শখে নয়, সাহসে নয়,
ধস নেমে আটকে যাওয়া শ্রমিকের দল।

পাহাড়ের ভিতর সুড়ঙ্গ-
পাহাড় কাটতে সময় লাগে,
তাই সময় লাগে উদ্ধারে-
সময় লাগে সুড়ঙ্গ বানাতে------

পেটের দায়ে জীবনকে বাজি রাখা-
এছাড়া উপায় কি?
জনতার স্বার্থে অস্তিত্ব বেচা।  
পঞ্চাশের কাছাকাছি সংখ্যা-
কারো মৃত্যু হয়নি-
সহিষ্ণুতা কৃষকদের থেকে
কোনো অংশে কম নয়।
কি খেয়ে বাঁচলো ওরা?
ওআরএস, ফলের রস, দুধ:
ওদের সাথে ছিল না,
পাঠানো হয়েছিল বিশেষ উপায়ে।  

আবার ওরা পাহাড় কাটে,
বানায় সুড়ঙ্গ,
পেটের দায়ে জনতার কাছে দৃঢ় অঙ্গীকার!
মৃত্যুকে যে করে জয়,
মৃত্যু তার পদতলে-
যে জনতার দাস হলেও,
মৃত্যু তার দাস!

সুড়ঙ্গ কাটছে তারা
জনতার জন্য
তিন লোক জুড়বে বলে------