১) সূর্যচন্দ্র
'বলতে পারেন কে বড়?
সূর্য না চন্দ্র'?
আপনি বলবেন,
'সূর্যের আলোয় চন্দ্র উজ্জ্বল, তাই সূর্য সদা বড়'।
কিন্তু আমি অন্য কথা বলবো,
'চন্দ্র যদি সূর্যের আলো না নিতে পারতো,
তাহলে সূর্য কি তাকে আলো দেওয়ার অবকাশ খুঁজে পেতো'!
দিনের আকাশে সূর্য বড়,
রাতের আকাশে চন্দ্র।
সূর্যের তুলনা কেবল সূর্য,
চন্দ্রের তুলনা কেবল চন্দ্র;
যেমন আমার তুলনা আমি নিজেই,
আপনার তুলনা তাই আপনি।
তাই চলুন এই পাপ কাজ না করে,
সকলকে তার যোগ্য মর্যাদা দিয়ে
নিজের মান নিজে রাখতে শিখি।
অপরের তুলনা করা মানে
নিজেকেই ছোট করা নিজেরই কাছে।
তাই তুলনা করার অধিকার আমার আপনার নেই।
২) মোহনা
নদী যেই এসে মিশলো সমুদ্রে
প্রেম মরে গেল।
প্রেম মানে নদীর মিষ্টি জল।
সমুদ্রের নোনা জল তাহলে কি?
প্রেমের পথে যত বাধা।
প্রেম জীবনের মতো মসৃণ নয়।
তাহলে মোহনার জলের স্বাদ কেমন?
ও আর এস!