মানুষের মন পড়া যায় না-
কখন যে তার মনে কী খেলা করে, কে জানে।
এই এটা ভালো লাগে, তো ওই ওটা লাগে না।
রোজ ভাবি সুন্দর একটা কবিতা উপহার দেব মানুষকে।
আমার যেটা ভালো লাগে,
মানুষের সেটা ভালো লাগে না।
মানুষের যেটা ভালো লাগে,
আমার সেটা ভালো লাগে না।
আমি মানুষ হয়েও বুঝি না মানুষের মন!
আমি ধাওয়া করে বেড়াই সৌন্দর্য-
যত কাছে যাই, সে চলে যায় তত দূরে।
সুন্দরের অপর নাম সত্য,
সত্যের অপর নাম ঈশ্বর।
আর কবিতা হল উপলব্ধি-
যা শিরা উপশিরা দিয়ে বয়ে চলে স্রোত হয়ে।
প্রত্যেক দিন মানুষকে আমি একটা সুন্দর কবিতা
উপহার দেওয়ার চেষ্টা করি।
বলতে পারেন সেটা আত্ম উপলব্ধি।
মানুষ তো তাঁরই সন্তান, কবিও মানুষ।
মানুষের মন পাওয়া মানে গণতন্ত্রের জয়।
মানুষের রায় তাঁরই বাণী।
প্রত্যেক দিন মানুষকে আমি একটা সুন্দর কবিতা
উপহার দেওয়ার চেষ্টা করি...