১) সুখ

সমাজ এমনই,
কেউ কারো সুখ সহ্য করতে পারে না।
কারো জ্বালা প্রকাশ পায়,
কারো পায় না।
সমাজের কথায় কান না দিলেই হয়।
ভয় হয়,
যদি নিজের সুখে নিজেই জ্বলে যাই।  

২) একলব্য

কেন সরিয়ে দেওয়া হল একলব্যকে?
একলব্যের পালিত পিতা, হিরণ্যধনু,
জরাসন্ধ-এর সেনাপতি।
একলব্য জরাসন্ধ-এর সৈন্য দলে নিযুক্ত।
জরাসন্ধ কংস-এর শ্বশুর।
আর কি বলার কিছু থাকে!
বলি, তুমি আমার সাথে অন্যায় করলে
আমি কি তোমায় ছেড়ে দেবো?

যা হয়েছে, তা সঠিক।
যা হচ্ছে, তাও সঠিক।
যা হবে, সেটাও সঠিক।
তিঁনি যা করেন মঙ্গলের জন্যই করেন-
আমরা বৃথা তাঁকে ভুল বুঝি।
তিঁনি বুঝেই বাঁচান,
আবার বুঝেই চেপে ধরেন।
তবে তিঁনি সকলকে পালাবার
একটা সুযোগ দেন!

তথাস্তু!