গান গাওয়ার আগে গায়ক কিছু কথা বললো।
'আমার প্রথম গান স্টেজ-এ।
মা বাবা কেউই আসতে পারে নি।
মায়ের হঠাৎ স্ট্রোক হয়ে গেছে দু দিন আগে।
ডাক্তার বলেছেন ব্রেন ডেথ।
ভেন্টিলেশন-এ আছে।
যদি মিরাকেল ঘটে!
মায়ের ইচ্ছে ছিল আমি স্টেজ-এ গান গাই।
মাকে আমি বলতাম,
আমি বড় হয়ে গেছি,
আমি ইস্কুলে একা যেতে পারি,
আমি গানের ক্লাস-এ একা যেতে পারি-
তুমি কেন সাথে যাবে?
মা যে আমাকে এক দিনে এতটা বড় করে দেবে,
তা আমি কখনো স্বপ্নেও ভাবিনি।
মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করতেই আমার এই স্টেজ-এ আসা।
জানি না আমার গান মা শুনতে পাবে কিনা!
যদি গান গেয়ে কোনো মিরাকেল ঘটাতে পারি...'।
ও একটুও না কেঁদে গান গাইল।
কেবল শ্রোতারা কাঁদলো।
কিন্তু কোনো মিরাকেল ঘটলো না...