১) স্প্রে
'কি করে বুঝলে যে ও তোমাকে ভালোবাসে?
অভিনয়ও তো করতে পারে'!
'চোখে স্প্রে না দিলে ও কাঁদার অভিনয় করতে পারে না
কিন্তু সেদিন ও আমার হাত ধরে সত্যিই কাঁদছিল'।
২) বুড়োটা
বাসে যেতে যেতে রোজ বুড়োটা
মেয়েটার দিকে তাকায়।
তবে সেই তাকানোয় কোনো পাপ নেই,
আছে কেবল অপার স্নেহ।
মেয়েটা কোনো প্রতিবাদ করেনি।
একদিন বুড়োটা মেয়েটাকে বলেই দিলো,
'আমার মেয়ে বেঁচে থাকলে তোমার মতো হতো'।
এবার মেয়েটা সত্যিই কেঁদে ফেললো।
৩) খরচ
'আমি খরচ করতে পারি। আমার কাছে টাকা আছে'।
'অনর্থক খরচ করে কি লাভ'?
'আমার টাকা না নিলে
তোমায় আমি ভালোমন্দ রান্না করে আর খাওয়াবো না কিন্তু'।
'ধরো ভবিষ্যতে আমার বড় কোনো রোগ হল,
তার চিকিৎসার জন্য এই টাকাটা তুলে রাখতে পারো তো'।
৪) তর্ক
শিক্ষিত মানুষ এড়িয়ে যায়।
অশিক্ষিত মানুষ মুখ খুলে চেয়ে থাকে।
কেবল অর্ধশিক্ষিতরাই তর্ক করে।
কারো সাথে কোনো তর্ক নয়,
নিজের সাথে ছাড়া।
যদি মুখ খুলে চেয়ে থাকতে না পারো,
তাহলে এড়িয়ে চলো।
যদি বড় হতে চাও,
নিজের সাথে কেবল তর্ক করো।
৫) চুপ
বুদ্ধিমানে চুপ করে থাকে।
বোকায় নড়েচড়ে বসে।
আতার দল কেবল মুখ লাগায়।
বেশিরভাগ লোক আতা খেতে ভালোবাসে এই দুনিয়ায়-
আমি খাই আতা ছাড়া আর যেকোনো ফল
আর আপনি?