কোনও মানুষ ভিড়ের মধ্যে কখনো হারিয়ে যায় না।
সে যদি হারায়, তাহলে নিজের মধ্যেই।
হারানো মানে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দেওয়া,
নিজের ভিতরকার নির্জনতাকে তুলে আনা,
নিজের অজ্ঞানতায় নিজে ডুবে যাওয়া...
ভুল পথে গেলেই মানুষ হারায়-
চলার পথ সবই চেনা :
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পথের নির্দেশ দেওয়া।
তবু মানুষ বিপথগামী।
যদি মানুষের বিবেক তার হারানো সত্তাকে খুঁজে না বার করে,
কোনও পুলিশের সাধ্য নেই তাকে খুঁজে আনে!
সময়ের সাথে মানুষের আমূল পরিবর্তন ঘটে।
পরিবর্তন কাম্য
কিন্তু নিজেকে চিনতে না পেরে!
নিজেকে জানলেই সময়কে জানা যায়।
সময়কে জানলে মানুষ কখনোই নিজেকে হারাতে পারে না।
কে কী করছে না ভেবে
আয়নায় নিজেকে দেখুন, আর প্রশ্ন করুন!
আপনার বাঁচা আপনার হাতেই।
সত্তা হারিয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু শ্রেয়।
মৃত্যুর পরে বিদায়ের সম্মানটুকু পাওয়া যায়-
সত্তা হারিয়ে বাঁচে ভাগাড়ের মরা!