সন্তান সন্তানই-
এক ও অভিন্ন-
পুত্র না কন্যা অত শত বুঝি না।
মায়ের পেটে হয়েছি,
বাবার পেটে নয়।
কন্যা মানে ভবিষ্যতের মা...
মায়ের পুজো করি-
দুর্গা, কালী, জগদ্ধাত্রী, বাসন্তী;
সাথে লক্ষ্মী ও সরস্বতী।
সমাজে মায়ের কত কদর।
কিন্তু ভবিষ্যতের মায়ের দাম নেই!
পুত্র বংশধর-
গর্ভে ধারণ করে না :
গর্ভ ভাড়া করে বংশ রক্ষা করে মাত্র।
কন্যা যদি না বাঁচে
গর্ভ কোথায় পাবে?
বাবা না থাকলেও সন্তান মানুষ হয়,
মা ছাড়া ভগবানও অমানুষ।
মাকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, বোনকে বাঁচাও, কন্যাকে বাঁচাও, নাতনিকে বাঁচাও।
তাহলেই বাঁচবে পিতা, পতি, পুত্র, পোতা ও পুরুষ।