সংসারে থেকে যাওয়া...
কেন?
কোনো জবাব নেই!

সংসার সবথেকে বড় কুরুক্ষেত্র-
এখানে পাপ পুণ্যের লড়াই চিরকাল-
সাথে:
মান অপমানের লড়াই,
অধিকার বঞ্চনার লড়াই,
আর জীবন মরণের লড়াই...

সন্তানের মুখ চেয়ে থেকে যাওয়া।
বাচ্চা মানুষ করে সব ভুলে থাকা।

দোষ কী কেবল মেয়েদের?
সব মেয়ে শ্বশুর বাড়ি এসে বদলে যায়,
কিন্তু শ্বশুর বাড়ির বদল হাজার মালা বদলের পরেও হয় না।

মেয়ের মা বাবাকে চুপ থাকতে হয়
মেয়ের ভালোর জন্যই
কিন্তু কতক্ষণ চুপ থাকবে?
বদলায় সময়-
কত জল বয়ে যায় গঙ্গায়-
ভেসে যায় কত শুকনো ফুল মালা।
মনটা না বদলালে আনচান করে কেবল...

সন্তানই জীবনের প্রথম ও শেষ অবলম্বন।
যে সংসারে সন্তান নেই,
সেই সংসার মরুভূমি।