কারো মন বিষিয়ে দিয়ে,
পাওয়া যায় না তার মন।
কারো মন পেতে হলে, নিঃস্বার্থ ভাবে
আগে দিতে হয় তাকে নিজের মন।

কারো আশায় জল ঢেলে,
তার কাছে নিজের জন্য কিছু আশা করতে নেই।
কারো কাছে কিছু পাওয়ার আশা থাকলে,
আগে তার আশাকেই দিতে হয় হারানো খেই।  

অপরের প্রতি অনুভূতি থাকলেই
নিজের বিপদে আপদে মিলবে অপরের সহানুভূতি।
যেখানে অন্যের ব্যথা অনুভব করার কোনো শক্তি নেই,
সেখানে প্রত্যুত্তরের সমবেদনার ইতি।

যেখানে সুখের বৈরিতা,
সেখানে শান্তির গ্রাস মুখে তোলা দায়।  
যেখানে সুখ এসে ধরে শান্তির হাত,
সেখানে সোনা অন্নের দামে বিক্রি হয়।