সংগ্রামী দুই প্রকার-
প্রথমজন কেবল নিজের পেশা নিয়ে ভাবে
অর্থাৎ প্রফেশনাল ক্যারিয়ারিস্ট
আর দ্বিতীয়জন নিজের পেশার সাথে সাথে
মা বাবা ভাই বোনের দায়িত্ব নেয়
অর্থাৎ নন-প্রফেশনাল ক্যারিয়ারিস্ট।
প্রথমজন হাঁটে গরম বালির ওপর দিয়ে
আর দ্বিতীয়জন কাঁচের টুকরোর ওপর দিয়ে।
জুতো দুজনেরই পায়ে
কিন্তু গরম বালি জুতো ফুটো করবে কিভাবে?
কাঁচের টুকরো জুতো ফুটো করে
পা রক্তে রাঙিয়ে দিতে পারে!
প্রথমজন মাছের ছিপ হাতে পুকুর পাড়ে বসে
ধৈর্যের পরীক্ষা দেয়
আর দ্বিতীয়জন নদীতে নেমে জাল ফেলে
গভীরতা না জেনেই-
পরীক্ষা দেয় ধৈর্য আর সাহসের।
কেউ ছোট বড় নয়-
সকল সংগ্রামই বড়:
বড় সকল সংগ্রামী।
ছোট যদি কিছু হয়
সেটা অনন্ত সময়ের তুলনায় মানুষের জীবন সংগ্রামের সময়
আর বড় যদি কিছু হয়
সেটা সংক্ষিপ্ত জীবনের তুলনায় সংগ্রামের পরিধি।