১) সন্দেহ

নিজেকে সন্দেহ হয়-
কাজটা ঠিক করলাম তো?
যত খাটি, ততই বাড়ে সন্দেহ।
যত বাড়ে সন্দেহ, ততই বাড়াই খাটুনি।
যত বাড়াই খাটুনি...

সন্দেহ না থাকলে
জীবনে বড় হওয়া যায় না।
আমি ঠিক, যখনই মনে হবে,
সেই মুহূর্ত থেকে আমার মৃত্যু লগ্ন শুরু-
জ্ঞানহীনতাই মৃত্যু।
আমি ভুল, নিজেকে ঠিক প্রমাণ করতে চাই,
এটাই হল সাফল্যের চাবিকাঠি।
তা বলে, ডান ও বাঁ হাতকে ছাড় দেওয়া উচিত,
তাদের ওপর রাখি সমান বিশ্বাস।

নিজের প্রতি সন্দেহের শেষ নেই-
তাই প্রতি মুহূর্তে আছে নিজেকে যাচাই করার সুযোগ।


২) রাজধানী

বইতে রাজধানী !

সব মানুষের অধিকার এক মানি,
কিন্তু সব মানুষের কাজ এক কী করে মানি !
কোনও কাজ ছোট নয় মানি
কিন্তু সব কাজের এক বেতন মানি না !
সবাই এক কাজ করতে পারে না মানি
কিন্তু সবাই এক কাজ করলে সমাজের মুক্তি, মানি না।

সব রাজ্যের রাজধানী আছে,
সব দেশের ক্ষেত্রেও ঠিক তাই।
হৃদয়েও আছে তা।
নাম অর্থনীতি !

ভেদাভেদ থেকেই তো জন্ম নেয় স্বাধীনতা।
যদি তারতম্য না থাকে, তাহলে কিসের মুক্তি !
যুক্তি দিয়ে মুক্তি আসুক,
আবেগ দিয়ে নয় !
উঁচু নীচু সমাজে থাক, তবে মনে কখনো নয়।