নিজের বাড়িতে পুজো করে লাভ নেই,
দক্ষিণা মেলে না...
দক্ষিণা ছাড়া পুজো অসম্পূর্ণ,
যজমানিও অসমাপ্ত।
আসলে নিজের ভাল নিজে চাইতে নেই।
তিঁনি দেখেন
কত জনের ভাল করতে আমি সক্ষম।
পরের ভাল হলে, নিজেরও ভাল হয়।
পুজো মানে কেবল আচার অনুষ্ঠান নয়,
ভক্তি শ্রদ্ধাও বোঝায়।
যে প্রকৃত ভক্ত, সে প্রকৃত জ্ঞানী।
যে প্রকৃত জ্ঞানী, সে প্রকৃত গুণী।
যে প্রকৃত গুণী, সে প্রকৃত ধার্মিক।
যে প্রকৃত ধার্মিক, যে প্রকৃত যোগী।
যে প্রকৃত যোগী, সে প্রকৃত মানুষ।
দক্ষিণার অর্থ অর্থ নয়,
চলমান সময়ের মহাসমুদ্রে
অমৃতস্বরূপা লক্ষ্মীর সচ্ছল ভাণ্ডার।
সব বাড়ি একই পাড়ায়,
একই গ্রামে,
একই জেলায়,
একই রাজ্যে,
একই দেশে,
একই বিশ্বে,
একই মহাবিশ্বে...
সবাই পুজো করি, সবাই যজমান-
অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা।
সোনার সংসার।