জীবনটা একটা সমুদ্র-
সময়ের সমুদ্র।
ঢেউ গুলো সব চলার পথে বাধা।
বালুচরে দাঁড়িয়ে দেখি আমি-
সামনে অনন্ত জ্ঞান-
এক বিন্দু জিভে না ঠেকালে জীবন বৃথা-
হোক না নোনা।
নুন না খেলে মিষ্টির স্বাদ বুঝবো কীভাবে!
এগিয়ে গেলাম জীবনের পথে-
জলে নামলেই বিপথে যায় না কেউ।
প্রথমে পা ভিজিয়ে সাহস বাড়ালাম,
তারপরে আস্তে আস্তে ঢেউ টপ্কাতে লাগলাম।
বাধা এমনই আসে, এমনই চলে যায়-
আমাদের কেবল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়।
নেশার ঘোরে পা পিছলে গেলেই ব্যাস।
বেশি সাহস ভাল নায়,
বেশি এগানোও ভাল নয়।
জীবন আজ আছে, কাল নেই।
সময় অনন্ত।
জীবনের গভীরতা মাপা গেলেও,
সময়ের গভীরতা মাপা যায় না।
বেশি কেতা দেখাতে গিয়ে কত লোক তলিয়ে যায়।
জীবনকে ভুলে থাকার নেশা করলে
জীবনের কাছেই ধরা দিতে হয় সব শেষে।
পাড়ে দাঁড়িয়ে দেখে কেবল বিকলাঙ্গের দল।
আমি একটার পর একটা ঢেউ টপ্কে যাচ্ছি।
তিনি আসবেন জাহাজ নিয়ে,
আমাকে বেড়াতে নিয়ে যাবেন মাঝ দরিয়ায়।