সমাজ মঠমন্দিরের সাধুবাবা নয়
অথবা ইস্কুলের হেড মাস্টারও নয়।
তবু সংসারের সব কথায় সমাজ থাকে-
থাকে তার যুক্তিহীন উপদেশ-
যে উপদেশ শুনলেই বিপদ।
সংসার সমাজ থেকে বিচ্ছিন্ন নয়,
কিন্তু সংসার থেকে সমাজকে বিচ্ছিন্ন রাখতেই হয়,
নইলে সমাজের কথার জালে সংসার এমন ভাবে জড়িয়ে যায়,
তাকে শত চেষ্টা করেও ছাড়ানো যায় না।
সংসারের ভিতরকার কথা চার দেওয়ালের মধ্যেই ঘুরপাক খাক-
দেওয়ালের কান থাকলেও তার মুখ নেই বলার।
তাই দেওয়ালকে নিয়ে কোনো সমস্যা নেই-
সমস্যা কেবল পেট পাতলা লোকেদের নিয়ে।
দেওয়াল কান পাতলাও নয়-
দেওয়ালের কান সাপেদের মতো, মানুষের মতো নয়-
কান পাতলা লোক ঘরে বিপদ ডেকে আনে।
বাইরের কথা তাই বাইরেই ফেলে আসা উচিত।
প্রধান ফটকের এপার ওপার।
বোবা কালা মানুষেরা সবথেকে সুখী এই সমাজে।