আমার মত শ্রেষ্ঠ,
তোমার মত নিকৃষ্ট।

মত সবার সঠিক,
পথ আলাদা।
এক পথ দিয়ে যদি সবাই যেত,
একে তো ভিড়-
তার ওপর জমতো আরো ভিড়।
পা রাখার জায়গা থাকতো না।

সহিষ্ণুতা পরম ধর্ম-
অন্তত গণতন্ত্র তাই বলে।
জনগণের কাছে খুব সহজেই পৌঁছনো যায়.
প্রজার কাছে অত সহজে পৌঁছতে না পারলেও।


যেখানে সহিষ্ণুতা নেই,
সেখানে কোথায় গণতন্ত্র?
যেখানে গণতন্ত্রের হাহাকার,
সেখানে প্রজার অস্তিত্ব ম্লান।
গণতন্ত্রের ভিড়ে
প্রজা শেখে শ্বাস নিতে,
না হলে সে খাবি খায়।

অপরপক্ষকে সহ্য করা চাই,
চাই তাকে মানিয়ে নেওয়া।
মুলুক কারো একার নয়-
কোটি মানুষের অঙ্গীকার।

প্রভাব থাকলেই প্রতিবাদ থাকবে।
প্রতিবাদকে প্রতিরোধ করলে প্রভাব নষ্ট হয়...