আন্দোলন হোক শান্তিপূর্ণ-
সরকারি আইন অমান্য:
আইন ভঙ্গকারী হয়ো না বন্য,
সদা থাকো সৎ ভাবনায় পরিপূর্ণ।

ধৈর্য ধরেই আসে পরিবর্তন-
রাতারাতি কিছুই নয়:
ভয় দেখালে জন্ম নেয় পরাজয়,
প্রতিবাদ করো মানুষের মতন।

অন্যের রক্ত ঝরালে ঝরে নিজের রক্ত-
তাই শত্রুকে করি সম্মান-
সুনিশ্চিত করি নিজের অস্তিত্ব ও স্থান,
গণতান্ত্রিক দেশে গণতন্ত্রেরই ভক্ত।

শান্তির পথেই শান্তি আসে-
অশান্তির পথ আনে গ্লানি:
পথের ভিড়ে তোমার আমার হয়রানি,
নিয়তি চুপ করে হাসে।

মানুষকে বোঝালে মানুষ বুঝবেই-
আজ না হোক দশ দিন পরে-
লেগে থাকো আশা নিয়ে অন্তরে,
পাষাণ একদিন গলবেই।

ধৈর্য হারালে তুমিই মরবে-
মরবে তোমার আশা:
অধৈর্য মানুষ হারায় সবার ভালোবাসা,
তাই সব বুঝে শুনে করবে।