সব ঠাকুরই বড়।
যে যায় নিজের জায়গায়।
সব মানুষই মহান।
যে যায় নিজের ভাবনায়।
দুর্গার আসনে যেমন দুর্গাই বসেন।
মনসার আসনে অজেয় মনসা।
ডাক্তার রোগ সারায় দেহের,
কবির ছন্দে অবসাদ হারিয়ে উজ্জ্বল দিশা।
দৃষ্টি সমান হলেই তবে
জন্মায় ভক্তি।
চোখ যখন বেঁকে দেখে,
অসমতার অশুভ শক্তি।
সবারই মূল্য সমান সমান,
তবু কেন এ তারতম্য।
কোনো আসন বা কাজ ছোট নয়,
সাম্যই একান্ত কাম্য।