বারমুডা ত্রিভুজের আশপাশ দিয়ে যত জাহাজ যায় আসে,
তা জল পথেই হোক বা উড়ো- সব নিখোঁজ।
নিখোঁজ 'আর'-যুদ্ধবিমানের কাগজপত্রের মতো।
কৈলাশের মাথায় যারা পা রাখতে চেয়েছেন-
জানি না সেখানে শিব থাকেন কিনা- সব নিখোঁজ।
নিখোঁজ 'আর'-যুদ্ধবিমানের কাগজপত্রের মতো।
গরীবের ছেলে পথে ভিক্ষা করে খেত।
কারা যেন পাচার করে দিলো- সব নিখোঁজ।
নিখোঁজ 'আর'-যুদ্ধবিমানের কাগজপত্রের মতো।
গরীবের মেয়ে চাকরির সন্ধানে পথে নেমেছিল।
কারা যেন বিক্রি করে দিলো- সব নিখোঁজ।
নিখোঁজ 'আর'-যুদ্ধবিমানের কাগজপত্রের মতো।
মানুষটা বেঁচে নেই। কবে চলে গেছেন সকলকে ছেড়ে।
তার সত্তা, তার অস্তিত্ব- সব নিখোঁজ।
নিখোঁজ 'আর'-যুদ্ধবিমানের কাগজপত্রের মতো।