১) সব বাক্য

সব বাক্য এক উপন্যাসে লেখা যায় না,
তাই মাঝে মাঝে কবিতা লিখি।
উপন্যাস আয়তনে বড় হলেও,
কবিতার থেকে কম
কারণ ভাবের কোনো শেষ নেই,
পৃষ্ঠার শেষ থাকলেও।

কটা কবিতা লিখে ফেললেই
মনটা হালকা হয়।
উপন্যাস বড় ভারী ব্যাপার।

২) আমার জীবনী

আমার কিছুই লেখার নেই
নিজের জন্য।
কাজ গুলোই লেখা হয়ে থাকবে
সমাজের কোলে মানুষের মুখের কালি দিয়ে।
আমার জীবন সময়ের বার্তা।
মানুষ সময়ের যাত্রী।

ভালো কাজ আকাশ ছোঁবে
আর খারাপ কাজ পাতালে ঘুমোবে।
আমি লিখবো মানুষের কথা,
আমি ছাড়া অন্য মানুষ-
অন্যের ভিতর নিজেকে আবিষ্কার করা!
এর আনন্দ অনাবিল-
নতুন করে নিজেকে চেনা-
নিজেকে সময়ের পথে রেখে,
নিজের ভিতর না মরে,
অন্যের ভিতর হারিয়ে গিয়ে!