শূন্য মানে কিছু নেই,
এমনটা কখনোই নয়।
শূন্য স্থানে কেউ বসে নেই
অর্থাৎ যোগ্যতা যাচাই করার খেলা খেলছে সে-
সঠিক লোক বসবে এসে,
পূর্ণ করবে শূন্যতা।
যোগ্যতার আহ্বানে মগ্ন সে।
শূন্য হাতে এসেছি মানে
দেওয়ার মুরোদ নেই বলে নয়।
অর্থ নেই তাতে কী,
আছে বুক ভরা স্নেহ ও মমতা।
শূন্য বাক্যে বিদায় মানে
মুখ লাগাবার ক্ষমতা নেই বলে নয়।
নিচে না নামার অঙ্গীকার,
নিজের কাছে নিজে ঠিক, নিজের জায়গায় রাজা।
শূন্য ভাণ্ডার মানে লক্ষ্মীর বিনাশ নয়।
ভাটার পরে জোয়ার,
জয়ের আগেই রিক্ততা আসে।
শূন্য দৃষ্টি মানে অন্ধ নয়।
মনে গভীর চিন্তা,
চোখ বন্ধ করে চিন্তায় মগ্ন।