সীতাপতি রাষ্ট্রের প্রতিবাদে
ইতিহাসবিদ সীতাপতি নামলেন রাস্তায়।
আজ রাবণের সেনার কাছে
বানর সেনার মর্মান্তিক পরাজয়।
রাষ্ট্র আইন কোন পথে?
গণতন্ত্রের অবক্ষয়!
রাজা মন্ত্রীর কাজ মানবসেবা-
দরকার কি আছে জানবার কে কি পরে বা খায়!
মন্দরা সব ঘুমায় নাক ডেকে,
ভালো মানুষেরই প্রাণ যায়।
জাতীয়তাবাদ এখন কাঠগড়ায়,
আন্তর্জাতিক বিশ্ব বলছে- হায় হায়!