পুকুর বুজিয়ে শপিং মল।
আধুনিকতার গ্রাসে শান্ত প্রকৃতি, চিত্র ভয়াল।

মাছ বলে: জলের বাইরে গেলেই মৃত্যু,
খুঁজি কেমনে নিরাপদ জল, যার নেই কোনো শত্রু,
পতন নিশ্চিত, কিন্তু এভাবে আসবে তা ছিল না জানা,
বিপদ ধুলোর মতো, সবদিক থেকে দেয় হানা।

ব্যাঙ বলে: দু জায়গায় থাকতে নেই কোনো নিষেধ,
তাই চললাম লাফিয়ে নতুন জায়গায়, রাখিনি মনে খেদ।

সাপ বলে: আমিও তোর মতোই স্বাধীন,
তাই নিলাম তোর পিছু, তোকে ধরে খাবো আগামী দিন।

পোকা বলে: আমি আরো স্বাধীন, পারি উড়তে,
নেই তাই ভয়, মাছেদের মতো হবে না গো মরতে,
পালাতে জানি সাপ ব্যাঙের হাত থেকে,
কম দিন বাঁচি, তবে বাঁচি সুখ এঁকে।

হাঁস বলে: বাঁচার তাগিদ বটে, কিন্তু বাঁচায় নেই সুখ,
সাঁতার কাটি কোথায়, দুঃখ দেয় সর্বভুক।

বাচ্চাটা বলে: আর পুকুর পাড়ে বসে পারবো না হাওয়া খেতে,
এসি-র হাওয়ায় ঠাণ্ডা লাগে, ডাক্তার খানায় হয় যেতে।