মাটিতে মিশেছে মাংস কবরে শুয়ে থাকা সত্তার,
কঙ্কালটাই অবশিষ্ট রয়ে আছে, যোনি পথে অন্ধকার।
আগুনে পুড়ে ছাই হতো যদি সবকিছু,
হিংস্র নেকড়ে চিতাভস্মের নিতো না পিছু।
নারী যে ধর্মেরই হোক, যে জাতেরই হোক,
শিকারীর শিকারে জ্বলে ওঠে ওদের গভীর শোক।
রবারের বর্মে সাপুড়ের তেল মাখিয়ে, মুখে পুরে গোটা ক্যাপসুল,
ধর্মের ষাঁড় আসেন তেড়ে। নির্বাচনের মহাভুল-------
কাল যায়, যুগ যায়, মানুষ সভ্য হয়ে ওঠে,
তবু অন্ধ মনে সূর্যের আলো কখনো না ফোটে!
সভ্য মানুষেরও দু চোখে ছানি পড়ে-
অসভ্য মানুষের অশিক্ষা তাদের প্রগতির টুঁটি চিপে ধরে!
ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, দেশে দেশে-------
ধর্মরাজরা সিংহাসনে বসে অন্ধ যুগের গল্প শোনায় হেসে হেসে!