মাথায় জটা কেন?
গঙ্গার গতি নিয়ন্ত্রক।
প্রবল জলস্রোতের কারণে যাতে সৃষ্টি না ভেসে যায়।
গলায় নীল দাগ কেন?
যে বিষ সভ্যতাকে ধ্বংস করে,
তাকে পোষ মানিয়ে নিজের প্রাণে আটকে রাখা।
সভ্যতার রক্ষক।
পরনে পশুর চামড়া কেন?
হিংস্র পশুও সমাজের কল্যাণে আসে।
প্রকৃতির কোনও দানই নষ্ট নয়।
একটা আত্মিক বন্ধন।
গায়ে ভস্ম কেন?
ওটা বিভূতি।
অহংকারের শেষ পরিণতি।
তিঁনি নিরহংকারী।
জীবের পরিত্রাতা।